শীর্ষবিন্দু নিউজ: খ্যাতিমান নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হলে সেখানে সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দ্বিতীয় এবং দুপুর আড়াইটায় বিটিভি ভবনের সামনে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আতিকুল হক চৌধুরী সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৫ জুন হাসপাতালে ভর্তি হন দেশসেরা এই নাট্যকার। বাংলাদেশ টেলিভিশনে সর্বশেষ তিনি উপ-মহাপরিচালক ছিলেন। এরপর তিনি বেসরকারি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে কাজ করেন। বাংলা একাডেমী পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিটিভির সেরা প্রযোজকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।
এর আগে মঙ্গলবার সকালে মরদেহ মরহুমের সর্বশেষ কর্মস্থল একুশে টিভি কার্যালয়ে সামনে রাখা হয়। সেখানে সর্বস্তরে মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে বেলা পৌণে ১১টার দিকে এই বরেণ্য নাট্যকারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নাট্যকার আতিকুল হক চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। বিকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
Leave a Reply