শীর্ষবিন্দু নিউজ: ১০ ডাউনিং স্ট্রিট হয়তো আগে থেকে জেনে গিয়েছিল যে, কি উঞ্চ অভ্যর্থনা ভারতে দেয়া হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরুনকে। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে তো ভারতে দেয়া রাজকীয় সংবর্ধনা তো পুরো দুনিয়া জুড়ে জানা কথা।
বৃহস্পতিবার লন্ডনে পৌঁছছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সবকিছু আগে থেকেই ঠিক করে রাখা ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী অফিসে। যেখানে আসবেন ভারতের শক্তিশালী ক্ষমতাধর ব্যাক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি।
এরই প্রেক্ষিতে শুক্রবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে বৈঠক করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে৷ অবশ্য এর আগে বৃহস্পতিবার সকালে তিনি টুইট করে বলেছেন, ব্রিটেন যাচ্ছি, আমি আশাবাদী এই সফরে ভারতের সঙ্গে ব্রিটেনের আর্থ-সামাজিক সম্পর্ক আরও মজবুত হবে৷
শুক্রবার দ্বিপ্রাহরিক ভোজে দেখা করবেন রানীর সঙ্গেও৷ আগে থেকেই জানিয়ে দেয়া হয়েছে এক সম্মানিত ব্যাক্তি আসছেন রানীর দাওয়াতে রাজভোগে অংশ নিতে। বিকালে ভারতীয়দের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। এদিকে হোয়াইট হলে নরেন্দ্র মোদির পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ হচ্ছে।
শনিবার তুরস্ক সফরে যোগ দেবেন জি২০ বৈঠকে৷ জি২০’র পার্শ্ব বৈঠকে মার্কিন প্রেসিডেণ্ট বারাক ওবামার সঙ্গেও আলোচনা সারবেন মোদি৷ দীপাবলি উপলক্ষে মোদিকে ফোন করেন ওবামা৷ পরস্পর শুভেচছা বিনিময় করেন দুই রাষ্ট্রপ্রধান৷