বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ‘টাইম’ সাময়িকীর প্রচ্ছদে এবার স্থান পেয়েছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। টাইমের চলতি সংখ্যার প্রচ্ছদে ইসলামপন্থী এই প্রেসিডেন্টকে ‘মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ’ হিসেবে অভিহিত করা হয়েছে। টাইমের সম্ভাব্য পার্সন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তির তালিকায়ও আছেন তিনি। কিন্তু কেন? মিসরের সবেচেয়ে বড় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের নেতা মুরসি অনেক চড়াই-উত্রাই পেরিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। রাজনীতিতে দেশটির সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনীর খবরদারিও তিনি শেষ করেছেন। অথচ এই সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কখনও সক্ষম হননি মিসরের ‘ফেরাউন’ খ্যাত হোসনি মোবারকও। মিসরের আরেক প্রভাবশালী প্রতিষ্ঠান বিচার বিভাগকেও তিনি এখন চাপে রেখেছেন। পতিত স্বৈরশাসক হোসনি মোবারকের আমলে নিয়োগ পাওয়া সেকুলার বিচারপতিরা পদে পদে মুুরসিকে বাধা দিচ্ছিলেন। সম্প্রতি ইসরাইল ও তার ঘোর শত্রু হামাসের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরে জোরালো ভূমিকা রেখে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন মুরসি। মধ্যপ্রাচ্যের প্রবল পরাক্রমশালী ইসরাইলকেও চাপের মুখে রেখেছেন তিনি। সর্বশেষ তিনি মিসরে নতুন খসড়া সংবিধানের অনুমোদন দিয়েছেন, যেখানে বলা হয়েছে শরীয়াই হবে দেশটির নতুন সংবিধানের প্রধান উত্স। আশা করা হচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন পাবে এই খসড়া সংবিধান।
Leave a Reply