শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটেনে একটি কেয়ার হোমে গুলিবিদ্ধ হয়ে ৮১ বছর বয়সের একজন মহিলা মৃত্যুবরণ করেছেন। নিহত মহিলার নাম রিতা কিং। ঘটনাস্থল থেকে একটি রিভলভার এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৮৬ বছর বয়সী একজন বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
এ ঘটনার পরপরই এসেক্সের ডি লা মার কেয়ার হাউসে নিরাপত্তা কঠোর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে কেয়ারহোমের কোনো স্টাফ জরিত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
এসেক্সে সোমবার সকাল আনুমানিক ৯টায় এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ওই ব্যক্তি এবং রিতা কিংয়ের মধ্যে সম্পর্ক রয়েছে বলেও ধারণা করছে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছার আগেই কেয়ার হোমের স্টাফরা অস্ত্রসহ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হন।