শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অভ্যন্তরি কোন্দলের কারণে মূল আদর্শ থেকে লেবার দূরে সরে যাচ্ছে বলে উল্লেখ করে ইউকে লেবারপার্টির শেডো কেবিনেট থেকে পদত্যাগ করেছেন শেডো এ্যাটর্নি জেনারেল ক্যাথরিন ম্যাকিনাল এমপি।
সম্প্রতি এক বক্তব্যে লেবার লিডার জেরেমি করবিন সোমবার বলেছেন, সাম্প্রতিক সময়ের নানান বিতর্কিত বিষয়কে পেছনে ফেলে সামনের দিয়ে এগিয়ে যাচ্ছে লেবার পার্টি।
এমপি ম্যাকিনাল নিউক্যাসল আপন টাইন নর্থেও লেবার দলীয় এমপি। পার্লামেন্টের পেছনের সারিতে বসেই তিনি তাঁর নির্বাচনী এলাকার মানুষের সেবা করতে আগ্রহী বলে জানান তিনি। এমপি ম্যাকিনালের জায়গায় কার্ল টার্নার এমপিকে শেডো এ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
এমপি টার্নার কেনসিং আপন হাল ইস্ট থেকে লেবার পার্টির নির্বাচিত এমপি। গত সপ্তাহে শেডো কেবিনেটে রদবদল করতে গিয়ে ইউরোপ মিনিস্টার প্যাট ম্যাক ফাডেন এবং কালচার সেক্রেটারী মাইকেল ডোহারকে শেডো কেবিনেট থেকে সরিয়ে দেয়া হয়। এর প্রতিবাদে একই সঙ্গে ৩ জন জুনিয়র মিনিস্টরা শেডো কেবিনেট থেকে পদত্যাগ করেন।