সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:০৯

লন্ডনে ফুলেল শ্রদ্ধায় অমর একুশে পালন

লন্ডনে ফুলেল শ্রদ্ধায় অমর একুশে পালন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক:  প্রতিবছরের মতো এবারও একুশের প্রথম প্রহরে রোববার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের চেতনা সমুন্নত রাখা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লন্ডনে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে স্থাপিত শহীদ মিনারে এদিন সবার আগে শ্রদ্ধা নিবেদন করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার এম এ হান্নান। এরপর টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে লন্ডনের বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশনে রোববার সকালে রয়েছে আলোচনা অনুষ্ঠানের আয়োজন। যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য বিএনপি, যুক্তরাজ্য জাতীয় পার্টি, কেন্দ্রীয় শহীদ মিনার কমিটি, বৈশাখী মেলা কমিটি, বাংলা টিভিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024