শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিভিন্ন জাতি-ধর্ম-গোত্রের আদি বাস পুরো লন্ডন জুড়ে। দিনে দিনে কেবল পরিবর্তনই চোকে পড়েছে। অনেক সময় নিজের স্বার্থে বা নিচ ইচ্ছার কারণে কিছু অকল্পনীয় পরিবর্তন নজরে পড়ে।
এবার ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া অবৈধভাবে ঔষধ বিক্রির অভিযোগে লন্ডনের নয়জন ফার্মাসিস্টকে বিভিন্ন মেয়াদের শান্তি দিয়েছে জেনারেল ফার্মাসিউটিক্যাল কাউন্সিল সংক্ষেপে জিপি এইচ সি। প্রমান পরীক্ষা নীরিক্ষার পর অভিযুক্ত ফার্মাসিস্টদের ৬ মাস থেকে শুরু করে আজীবন পর্যন্ত প্র্যাক্টিস বাতিলের নির্দেশ দিয়েছে জেনারেল ফার্মাসিউটিক্যাল কাউন্সিল।
হোম অফিসের নির্দেশ অনুযায়ী ফার্মাসিতে ঔষধ বিক্রির উপর বিশেষ নজরদারী বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে জিপিএইচসি। ২০১২ সালে বিবিসির একটি অনুসন্ধানী রিপোর্টে লন্ডনের ৭টি ফার্মাসিতে যেসব ঔষধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা নিষিদ্ধ রয়েছে সেসব ঔষধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব প্রমানিত হলে আরো ফার্মাসিস্ট এই ধরনের দন্ডের আওয়ায় আসতে পারেন বলে জানিয়েছে জেনারেল ফার্মাসিউটিক্যাল কাউন্সিল।