শীর্ষবিন্দু নিউজ: কুমিল্লায় কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী বুড়িচং উপজেলার শশীদল স্টেশনে আটকা পড়েছে। এছাড়া পাহাড়িকা ও চট্টলা এক্সপ্রেস আটকা পড়েছে কুমিল্লা স্টেশনে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার রসুলপুর ও রাজাপুরের মধ্যবর্তী স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনটির একটি ক্যারেজ লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে ৩টার দিকে উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত ক্যারেজটি উদ্ধার হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন স্টেশন মাস্টার।
Leave a Reply