শীর্ষবিন্দু নিউজ: আগামী ১৭ই জুলাই ব্রিটেনের হাউস অব লর্ডসে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার শীর্ষক এক সেমিনারে অংশ নিতে যাচ্ছেন প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেমিনারে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।
হাউস অব লর্ডসের কমিটি রুমে অনুষ্ঠেয় সেমিনারটির আয়োজন করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপ এবং ইন্টারন্যাশনাল বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান লর্ড এ্যাব্যুরি। এতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি ছাড়াও আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও সুশাসন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপের চেয়ারম্যান এ্যান মেইন এমপিসহ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরাও এতে অংশ নিবেন। প্রতিনিধিদলে আওয়ামী লীগের অন্য সদস্যরা হলেন- দলটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, তারানা হালিম এমপি, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সাবের হোসেন চৌধুরী এমপি।
বিএনপি প্রতিনিধিদলে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, শমসের মুবিন চৌধুরী ও ব্যারিস্টার নওশাদ জমির। উল্লেখ্য, গত বছরের সেমিনারটিতে এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল এবং এমকে আনোয়ারের নেতৃত্বে বিএনপির অপর একটি দল অংশ নেয়।
Leave a Reply