শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:১৪

এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়: বিএনপি-জামায়াতকে প্রধানমন্ত্রীর দায়

এসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়: বিএনপি-জামায়াতকে প্রধানমন্ত্রীর দায়

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে যাওয়া ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার জন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ, যা গত বছর ছিল ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার কমেছে। গত বছর এই সংখ্যা ছিল ৬১ হাজার ১৬২, তা কমে এ বছর দাঁড়িয়েছে ৫৮ হাজার ১৯৭। গত ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর বিরোধী দলের হরতালের কারণে পরীক্ষাসূচিতে অনেকবার পরিবর্তন আনতে হয়, পেছাতে হয় ৪১টি বিষয়ের পরীক্ষা। প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের সময় হরতালের এই বিষয়টি শিক্ষামন্ত্রীও তুলে ধরেন।

গণভবনে শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে ফলাফল জেনে তিনি বলেন, এই জন্য শিক্ষার্থী বা শিক্ষকরা দায়ী নয়। এই দায় বিএনপি-জামায়াত-শিবিরের। দায়ী করতে হলে তাদেরকে দায়ী করতে হবে। আমি জানতে চাই, তারা এতে কী পেল? তিনি বলেন, কেউ পরীক্ষার মূল্য না বুঝলে সেটা দুঃখজনক। এবার এইচএসসি পরীক্ষা বারবার পেছাতে হয়েছে। ইংরেজির মতো মূল বিষয়ের পরীক্ষা বারবার পিছিয়ে একেবারে শেষে নেয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। বারবার পরীক্ষা পেছানোয় পরীক্ষার্থীরা চাপে পড়েছিল স্বীকার করে অকৃতকার্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি আর জামাত-শিবিরকেই জাতির কাছে জবাব দিতে হবে। কেন তারা পরীক্ষার্থীদের জীবন নষ্ট করল। যারা পাস করতে পারেনি, সেটা তাদের ব্যর্থতা না। পরীক্ষার সময়ে বিভিন্ন প্রতিবন্ধকতা এসেছিল। যারা ঘটনাচক্রে এবার পাস করতে পারেনি, আগামীতে তারা ভালো করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরে বলেন, “আগামীতে নতুন সরকারের দায়িত্ব নিয়ে শেখ হাসিনা শিক্ষার আরো উন্নয়ন করবেন। পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী হরতালের মতো কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে তার সেই আহ্বানে সাড়া মেলেনি।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024