শীর্ষবিন্দু নিউজ: ঢাকা-টরোন্টো-ঢাকা রুটে বিমানের ফ্লাইট চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আগামী অক্টোবরের মধ্যে ফ্লাইট চালুর তাগিদ দিয়ে সংসদীয় কমিটি মনে করছে, এই রুটে বিমান চলাচল শুরু হলে ঢাকা-নিউইয়র্ক রুটের যাত্রীদের সুবিধা হবে। রোববার সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বন্দরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও সুপারিশ করা হয় সভায়। এছাড়া যাত্রী সেবার মান বৃদ্ধির জন্য দক্ষ কেবিন ক্রু নিয়োগেরও পরামর্শ দিয়েছে কমিটি। কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য বিমানমন্ত্রী ফারুক খান, মইন উদ্দীন খান বাদল, শফিকুর রহমান চৌধুরী এবং শেফালী মমতাজ এ বৈঠকে অংশ নেন।
বৈঠকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-টরোন্টো-ঢাকা রুটে ফ্লাইট চালুর জন্য কানাডার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করার প্রক্রিয়া চলছে। বৈঠক শেষে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, অক্টোবরের মধ্যেই ফ্লাইট চালুর জন্য বলা হয়েছে। সিভিল এভিয়েশন এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে।
Leave a Reply