সুমন আহমদ: মধ্যেপ্রাচ্যর সাথে সংগতি রেখে ইউরোপের বিভিন্ন দেশ সহ লন্ডনে পালিত হচ্ছে মিুসলিম ধর্মের সবচেয়ে ধর্মীয় উৎসব পবিত্র উল ফিতর। যথাযত ভাবগার্ম্ভিজের মধ্য দিয়ে মসলিমরা এই দিন পালন করছেন।
লন্ডনে বাঙ্গালীর সবচেয়ে বড় জামাত ও সবচেয়ে বেশি অনুষ্ঠিত হয় ইষ্ট লন্ডন মসজিদে সকাল সোয়া সাতটায়। এছাড়াও ঈদের জামাত অনুষ্ঠিত হয় ব্রিকলেন জামে মসজিদদে সকাল আটটায়। ফোর্ডস্কোয়ার জামে মসজিদসহ লন্ডনের প্রায় শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। একাধিক ঈদ জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। ঈদ জামাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকোলি করেন। শিশু-কিশোরদের খুবই উৎফুল্লভাবে ঈদ এর জামাতে অংশগ্রহণ করতে দেখা যায়।
এদিকে মসলিমদের ঈদ উপলক্ষ্যে বিশেষ বার্তায় ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, বিরোধী দলীয় নেতা এড মিলিব্যান্ড, পররাস্ট্রমন্ত্রী উইলিয়াম হ্যাগসহ আরো অনেক মন্ত্রী ও বিট্রিশ এমপিরা।
সর্বোপরি ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ ও আনন্দ এই প্রত্যশা সকল ধর্মপ্রাণ মুসল্লিদের।
Leave a Reply