বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮

টেলিভিশনে লাইভ শো’তে সহকর্মীর অন্তর্বাস দেখিয়ে বিপাকে উপস্থাপক (ভিডিও)

টেলিভিশনে লাইভ শো’তে সহকর্মীর অন্তর্বাস দেখিয়ে বিপাকে উপস্থাপক (ভিডিও)

অন্যকিছু ডেস্ক: এবার টেলিভিশনে লাইভ অনুষ্ঠান চলাকালে সহকর্মীর অন্তর্বাস (ব্রা) দেখিয়ে জঘন্য রুচির পরিচয় দিলেন এক উপস্থাপক। লাইভ প্রদর্শনের সময় নারী সহ-উপস্থাকের টপ তুলে তার ব্রা দেখিয়ে তিনি যেভাবে ঠাট্টা করেছেন, তা ভালোভাবে নেননি দর্শকরা।

জানা গেছে, লাইভ শো চলাকালীন নারী সহ-উপস্থাপক ভেনেসা অলিভেইরার পিঠে বিশ্রীভাবে হাত বোলাচ্ছিলেন উপস্থাপক হারমান হোসে লেভান্টা। দৃশ্যতই ভেনেসা এতে অস্বস্তি বোধ করে, ওই উপস্থাপককে গায়ে হাত দিতে বারণ করেন। লজ্জাজনক ঘটনাটি ঘটে এর পরপরই। কোনও কারণ ছাড়াই ওই উপস্থাপক ভেনেসার টপ তুলে ধরে লাইভ শোয়ে তার ব্রা দেখিয়ে দেন।

অশালীন এই ঘটনাটি ঘটেছে একটি পর্তুগিজ টিভি শোতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়ে গেছে সেই টিভি শোয়ের ক্লিপটি। ক্লিপটি দেখার পর ওই উপস্থাপকের রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা

সহকর্মীর এমন আচরণে ভেনেসা ব্যাপক চটলেও লাইভ শোয়ে প্রকাশ্যে এ নিয়ে কিছু বলেননি। মৃদু হেসে বিষয়টিকে তত্ক্ষণাত্ হালকা করে দেন।

তবে, ব্যক্তিগত ভাবে তিনি মনে করেন হোসে তার শ্লীলতাহানি করেছেন। ওই উপস্থাপক এখন পিঠ বাঁচাতে ঘটনাটিকে নিছকই দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করছেন। ভেনেসার কাছে করজোড়ে ক্ষমাও নাকি চেয়েছেন। কিন্তু, তার পরেও যে প্রশ্নটা উঠছে, এভাবে জঘন্য কাজ করে, কেউ কি পার পেতে পারেন?

[youtube id=”eZWWA3aqdec” width=”600″ height=”350″]




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024