বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৫:১১

ভারতের রাজস্থানে গুপ্তধনের সন্ধান

ভারতের রাজস্থানে গুপ্তধনের সন্ধান

শীর্ষবিন্দু আন্তজাতিক নিউজ ডেস্ক: রাজস্থানের টোংক জেলায় গুপ্তযুগের সোনার কয়েন পাওয়া গেছে। প্রথমে এই তথ্য গুজব আকারে ছড়িয়ে পড়লে লোকজন খালি হাতেই ওই এলাকার মাটি খোঁড়াখুঁড়ি করেন।

য়েকজন সোনার কয়েনও পান। পরে পুলিশের হাতে বেশ কয়েকটি সোনার কয়েন হাতে আসলে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। খবর এনডিটিভি।

টোংক জেলার মালপুরার শহরের জানকিপুর গ্রামে গুপ্তযুগের সোনার কয়েন আছে। এই কথায় বিশ্বাস করে গত দুই মাস যাবত সেখানে লোকজন মাটি খুড়ে ব্যাপক অনুসন্ধান চালায়। কয়েকজন সেই সোনার কয়েন পায়।

স্থানীয়দের কয়েকজন পুলিশকে জানায়, তারা সোনার কয়েন পেয়ে জুয়েলারি ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে দিয়েছে। পুলিশ সেই সোনার কয়েনের খোজে অভিযান চালায়। তাতে জানকপুরির বাসিন্দা জগদীশ বাঞ্জারা ও মালপুরার বাসিন্দা বলরামের কাছ থেকে বেশ কয়েকটি সোনার কয়েন উদ্ধার করে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা প্রীতি জৈন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আর্কেওলোজি অব ইন্ডিয়াকে ঘটনাস্থল পরিদর্শনের কথা জানান। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যাতে কোনও লোক ওই এলাকায় প্রবেশ করতে না পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024