প্রযুক্তি আকাশ ডেস্ক: শ্রম আইন লংঘনের অভিযোগে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলের পাবলিক প্রসিকিউটর অফিস। স্যামসাংয়ের বিরুদ্ধে শ্রম আইন লংঘনের মামলাটি শুক্রবারে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ম্যাশএবল।
অভিযোগে বলা হয়েছে, অ্যামাজন অঞ্চলে স্যামসাংয়ের যে কারখানাটি রয়েছে তাতে শ্রমিকদের কোনো বিরতি ছাড়াই লম্বা সময় কাজ করানো হয়।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলে অবস্থিত ওই প্ল্যান্টটি থেকে পুরো ল্যাটিন আমেরিকায় ইলেকট্রনিক পণ্য সরবরাহ করা হয়।
অন্যদিকে স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানালে তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা সম্পূর্ণ প্রক্রিয়াটি পর্যালোচনা করে দেখবে এবং ব্রাজিলিয়ান কর্তৃপক্ষকে এ সমস্যা সমাধানে পূর্ণ সহযোগিতা করবে।
Leave a Reply