বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬

বিশ্বের সবচেয়ে দীর্ঘ টাওয়ার থেকে সবার আগে নতুন বছর ২০১৭কে স্বাগত জানিয়েছে অকল্যান্ড

বিশ্বের সবচেয়ে দীর্ঘ টাওয়ার থেকে সবার আগে নতুন বছর ২০১৭কে স্বাগত জানিয়েছে অকল্যান্ড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বিশ্বের বড় শহরগুলোর মধ্যে সবার আগে ২০১৭কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। এ খবর দিয়েছে বিবিসি।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ৩২৮ কিলোমিটার দীর্ঘ স্কাই টাওয়ার থেকে আতশবাজি দিয়ে শুরু হয় উৎসব। গ্রিনিচমান সময় ১০টায় সামোয়া, টোংগা ও কিরিবাতির মতো পলিনেশিয়া ও প্রশান্তমহাসাগরীয় দ্বীপ প্রথম ছোঁয়া পায় নতুন বছরের।

খবরে বলা হয়, নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব নিরবচ্ছিন্ন রাখতে বিশ্বের বহু শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্যারিস, মাদ্রিদ ও নিউ ইয়র্কে লোকজনের ভিড় সামলাতে রাখা হয়েছিল বিশেষ ব্যবস্থা। লন্ডন ও অন্যান্য শহরে অতিরিক্ত হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়।

নতুন বছরকে আগে আগে স্বাগত জানাতে পেরেছে অস্ট্রেলিয়ার সিডনি শহর। বিশ্ববিখ্যাত সিডনি অপেরা হাউজে আতশবাজি দিয়ে জানান দেয়া হয় নতুন বছরের। শহরটিতে মধ্যরাতের দিকে এ বছর পরলোকগত গায়ক প্রিন্স ও ডেভিড বোয়ির প্রতি বিশেষ শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করার পরিকল্পনা নেয়া হয়েছে।

তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাও আছে। নতুন বছর উদযাপনের অনুষ্ঠান নিয়ে হুমকি প্রদর্শন করায় এক লোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিডনি পুলিশ। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট নয়, বরং অপরাধ সংক্রান্ত।

এদিকে ভারতে নিজ দেশের পর্যটকদের প্রতি সতর্কতা জারি করেছে ইসরাইল। দেশটি বলেছে, ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন বছরের উৎসবে পশ্চিমা পর্যটকদের ওপর হামলার আশঙ্কা রয়েছে।

গত বছর কিছু ইউরোপিয়ান নগরীতে নতুন বছরের উৎসব ম্লান হয়েছিল নিরাপত্তা কড়াকড়ির কারণে। ২০১৫ সালে সন্ত্রাসী হামলার শিকার হওয়া প্যারিস ও ব্রাসেলসে আনুষ্ঠানিকভাবে এবার কোনো অনুষ্ঠান আয়োজিত হবে না।

জার্মানির কলগনে শহরে এবার দেড় হাজার অতিরিক্ত পুলিশ কর্মকর্তা মোতায়েন ছিল। এ বছর এ শহরে বেশ কয়েকজন নারী যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। এ বছরের উৎসবে দুটি উগ্রপন্থি সংগঠনকে জড়ো হতে নিষেধ করা হয়েছে। পুলিশ এক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024