বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:১০

আকাশে উড়ল গাড়ি

আকাশে উড়ল গাড়ি

 

 

 

 

 

 

 

 

 

আজরাফ আল মূতী: প্রথমবারের মতো কোনো গাড়ি জনসম্মুখে আকাশে উড়ল। এ উড়ুক্কু গাড়িটির নাম দেওয়া হয়েছে টেরাফুগিয়া। প্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, টেরফুগিয়াই প্রথম যন্ত্র, যা আইনত যুক্তরাষ্ট্রের রাস্তায় চলতে পারবে এবং আকাশেও উড়তে পারবে।

টেরাফুগিয়া আকাশে ওড়ার সময় এর পাশের পাখা ব্যবহার করে। আবার রাস্তায় চলার সময় এর পাখাগুলো ভাঁজ করে রাখা যায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এয়ার অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এটিকে হালকা স্পোর্টস প্লেনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

টেরাফুগিয়া বেশ ছোট বাহন। এতে শুধু পাইলট বা ড্রাইভার এবং দ্বিতীয় কোনো ব্যক্তি চড়তে পারবেন। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এটিকে এমন একটি বাহন হিসেবে তৈরি করেছেন, যা এয়ারপোর্টে অবতরণ করে কোনো ট্যাক্সি বা গাড়ির সাহায্য ছাড়াই রাস্তা দিয়ে চালিয়ে যাত্রীকে বাড়িতে পৌঁছে দিতে পারবে।

টেরাফুগিয়ার দাম দুই লাখ ৭৯ হাজার ডলার। তবে এখনও এটি গ্রাহকদের সরবরাহের তারিখ ঘোষণা করা হয়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024