বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩১

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছরের কারাদণ্ড সহ সোয়া কোটি টাকা জরিমানা এবং ফ্ল্যাট বাজেয়াপ্ত

অবৈধ সম্পদ অর্জনের দায়ে সুরঞ্জিতের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছরের কারাদণ্ড সহ সোয়া কোটি টাকা জরিমানা এবং ফ্ল্যাট বাজেয়াপ্ত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুকের ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কই সঙ্গে তাকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা ও তার মালিকানাধীন মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আতাউর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি ওমর ফারুক আদালতে হাজির ছিলেন। রায় শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় দুদকের উপপরিচালক রাশেদুর রেজা বাদী হয়ে মামলা করেন। মামলা নং ৩৩(৮)১২। পরে এ ঘটনায় বাদীই তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ওমর ফারুককে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। তিনি প্রায় দুই কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সম্পদ, তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের ঘটনায় ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় দুদকের উপপরিচালক রাশেদুর রেজা বাদী হয়ে মামলা করেন। মামলা নং ৩৩(৮)১২। পরে এ ঘটনায় বাদীই তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024