বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০২:১৬

১০ জনের নামের তালিকা নিয়ে বঙ্গভবনে সার্চ কমিটি

১০ জনের নামের তালিকা নিয়ে বঙ্গভবনে সার্চ কমিটি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের নামের তালিকা নিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সার্চ কমিটির সদস্যরা। সন্ধ্যার পর তারা বঙ্গভবনে পৌঁছান।

এর আগে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, প্রেসিডেন্টের কাছে সুপারিশ জমা দেয়ার আগে কারও নাম প্রকাশ করা হবে না।

আব্দুল ওয়াদুদ বলেন, অনুসন্ধান কমিটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রস্তবিত নাম ও প্রতিবেদন চূড়ান্ত করেছে। রাজনৈতিক দলগুলো যে নাম দিয়েছিল, তার মধ্য থেকেই নাম থাকবে বলে মনে হচ্ছে। আর বিশিষ্ট নাগরিকরা যে মতামত দিয়েছিলেন তার ভিত্তিতে যোগ্যতার মূল্যায়ণ করা হয়েছে।

নির্বাচন কমিশন গঠনে গত ২৫শে জানুয়ারি বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন প্রেসিডেন্ট। কমিটিকে ৮ ফেব্রুয়ারির মধ্যে নারীসহ ১০ জনের নামের তালিকা প্রেসিডেন্ট কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

৮ ফেব্রুয়ারি বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও অন্য তিন কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। কমিশনার শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৪ই ফেব্রুয়ারি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024