শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: দিন দিন কিছু মানুষের নৈতিক অবক্ষয় সঙ্কটে ফেলতে মনুষ্যত্বকে। এরই এক উদাহরণ যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের এক নারী ইন্ডিয়া কির্কসে। তিনি বসবাস করেন ওয়েস্ট হিলে।
কিন্তু তিনি মাত্র চার বছর বয়সী একটি ছেলে শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন। শুধু ওই শিশুর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক গড়েছেন এমনটাই নয়। একই সঙ্গে ওই শারীরিক লীলা তিনি ইন্টারনেটে সামাজিক ওয়েবসাইটগুলোতে সরাসরি সম্প্রচার করেছেন।
১০০০ মাইলেরও বেশি দূরে টেক্সাস থেকে তা অনলাইনে দেখে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এরপর পুলিশ গ্রেপ্তার করেছে ইন্ডিয়া কির্কসেকে। প্রসিকিউটররা বলেছেন, শিশুটির সঙ্গে এমন নরপিশাচের মতো আচরণ করে তা নিজেই রেকর্ড করছিলেন ইন্ডিয়া কির্কসে।
আবার পরে তা তিনি ইন্টারনেটে ছেড়েও দিয়েছেন। পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন কির্কসে। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এটা তার চরিত্র নয়। সে এমনটা করতে পারে না।