ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, দুই নেত্রীর সমঝোতার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিবের ফোনালাপ ইতিবাচক। সমঝোতার বার্তা নিয়ে জাতিসংঘের দূত আসছেন এই খবরে দেশের মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। কিন্তু জাতিসংঘ কতদূর করতে পারবে তা নিশ্চিত করে বলা যায় না। এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।
মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, অনেকদিন ধরেই আমাদের বড় দুই দল সংঘাতে লিপ্ত। অতীত অভিজ্ঞতাগুলো কাজে লাগালে তাদের নিজেদেরই সমঝোতায় আসার কথা। কিন্তু তা আমরা দেখিনি। তবে মধ্যস্থতার জন্য জাতিসংঘের আগমন প্রমাণ করলো যে আমরা নিজেদের অভ্যন্তরীন সমস্যার সমাধান নিজেরা করতে পারছি না। এ ব্যাপারে অনেকদিন ধরেই আমরা ব্যর্থ। দেখা যাক জাতিসংঘের উদ্যোগ সফল হয় কি না।
Leave a Reply