শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৩

জাতিসংঘের মধ্যস্থতা প্রমাণ করে, আমরা সমস্যার সমাধানে ব্যর্থ

জাতিসংঘের মধ্যস্থতা প্রমাণ করে, আমরা সমস্যার সমাধানে ব্যর্থ

 

 

 

 

 

 

 

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেছেন, দুই নেত্রীর সমঝোতার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিবের ফোনালাপ ইতিবাচক। সমঝোতার বার্তা নিয়ে জাতিসংঘের দূত আসছেন এই খবরে দেশের মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছে। কিন্তু জাতিসংঘ কতদূর করতে পারবে তা নিশ্চিত করে বলা যায় না। এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।

মানবজমিন অনলাইনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, অনেকদিন ধরেই আমাদের বড় দুই দল সংঘাতে লিপ্ত। অতীত অভিজ্ঞতাগুলো কাজে লাগালে তাদের নিজেদেরই সমঝোতায় আসার কথা। কিন্তু তা আমরা দেখিনি। তবে মধ্যস্থতার জন্য জাতিসংঘের আগমন প্রমাণ করলো যে আমরা নিজেদের অভ্যন্তরীন সমস্যার সমাধান নিজেরা করতে পারছি না। এ ব্যাপারে অনেকদিন ধরেই আমরা ব্যর্থ। দেখা যাক জাতিসংঘের উদ্যোগ সফল হয় কি না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024