অন্যকিছু ডেস্ক: ভয়ানক এক ঘটনা! ঘুমন্ত প্রেমিকার বিছানায় অজগর ছেড়ে দিয়ে বিষয়টি উপভোগ করছেন প্রেমিক। যে কোনো মুহূর্তে বিশাল অজগরটি ক্ষতি করতে পারে প্রেমিকার। ঘুম ভেঙে বিছানায় অজগর দেখে ভয়ে চিৎকার করেন প্রেমিকা।
কিন্তু প্রেমিক যুবকটি তখন মনের আনন্দে সেই ঘটনার ছবি তুলতে ব্যস্ত। নিছক আনন্দ পেতেই প্রেমিকার জীবন বিপন্ন করে তুলেছিলেন তিনি।
জানা গেছে, ঘরে ঘুমিয়ে ছিলেন প্রেমিকা। ঘুরতে যাওয়ার জন্য বেশকিছুক্ষণ তাকে ডাকাডাকি করেন যুবকটি। কিন্তু ঘুম না ভাঙায় শেষপর্যন্ত ভয়ঙ্কর এই কাণ্ড ঘটান প্রেমিক।
দু’টো অজগর নিয়ে এসে প্রেমিকার গায়ের উপর ছেড়ে দেন তিনি। এরপর শুরু করেন ক্যামেরায় ছবি তোলা। ক্লান্ত থাকায় প্রেমিকার ঘুম চট করে ভাঙেনি। এদিকে দু’টো অজগর ধীরে ধীরে পেঁচিয়ে ধরতে থাকে তাকে। এক সময় ঘুম ভেঙে যায় প্রেমিকার। গায়ের উপর অজগর দেখে ভয়ে চিৎকার করতে থাকেন তিনি। দূরে দাঁড়িয়ে সেই ছবি তুলতে থাকেন প্রেমিক।
এ সময় কোনোরকমে অজগরের কবল থেকে মুক্তি পান ওই যুবতী। বলা যায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। অন্যদিকে প্রেমিক সেই ছবি ইন্টারনেটে শেয়ার করার পর সেটি ভাইরাল হয়ে যায়।