সাহিদুর রহমান সুহেল: ৪৭তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রিটেনের মধ্যভূমি ৭১এর মহান মুক্তিযুযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বার্মিংহাম শহরে বাংলা মেইল পত্রিকার আয়োজনে বাংলাদেশ থেকে হাজার-হাজার মাইল দূরে অবস্থান করলেও দেশ ও মাতৃকাকে বুকে নিয়ে ব্রিটেনে আমাদের একেবারে নতুন প্রজন্মকে নিয়ে স্মলহিথের স্থানীয় নবাব ইম্পেরিয়াল হলে বেলা ১২ ঘটিকার সময় এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় ৷
আমাদের আগামী প্রজন্মের সুপ্তপ্রতিভা বিকাশে আর ছবি আকার বিষয় ক” গ্রূপে আমাদের লাল সবুজ পতাকা আর খ”গ্রূপে জাতীয় স্মৃতিসৌধ অঙ্কনে আমাদের নতুন কুঁড়িরা প্রাথমিক পর্যায়ে দেশের প্রতি অঙ্গীকার ও ভালোবাসায় উদ্বোব্ধ করতে এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে ৷
উপস্থিত সাংবাদিক,রাজনৈতিক,সাংস্কৃতিক ও কমিউনিটি নেতৃবৃন্ধ ও শিশুদের অভিবাবকের আগ্রহ দেখে পরিলক্ষিত হয় সুযোগ পেলে আমাদের সন্তানেরা জীবনদর্শন ও নিজেদের ঐতিহ্যের সাথে নাড়ীর বন্ধন আরো অটুট রাখতে চান৷ উপস্থিত অভিবাবক ও নেতৃবৃন্ধরা বাংলা মেইলের এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন এ ধরণের আয়োজনে যেন চলমান থাকে, বাংলামেইল যেন প্রতি বছর এমন আয়োজন করে, আমরা মনে করি আজ থেকে কমিউনিটির প্রতি বাংলা মেইলের দ্বায়িত্ব আরো বেড়ে গেলো।
প্রতিযোগিতায় ক”গ্রূপে প্রথম হয়েছে উমায়মা চৌধুরী দ্বিতীয় হয়েছে ফাইজা খান ও তৃতীয় হয়েছে দিদারুল আলম সপ্নীল এবং খ”গ্রূপে প্রথম হয়েছে তাশফিয়া ইসলাম দ্বিতীয় হয়েছে নাবিহা ইশতিয়াক আক্তার ও তৃতীয় হয়েছে শেখ সাহেদ ।
প্রতিযোগিতার বিচারকের দ্বায়িত্ব পালন করেন মসুদ আহমদ, জাহেদ লিটন, ফাতেমা হামিদ, কবির উদ্দিন, সুমি লিটন আর পুরস্কার আর সংক্ষিপ্ত আলোচনা পর্ব পরিচালনা করেন বাংলা মেইল সম্পাদক সৈয়দ নাসির আহমেদ।
প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের হাতে সান্তনা পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,মসুদ আহমদ,কবির উদ্দিন, ড: জালাল চৌধুরী, বাংলা মেইল ডাইরেক্টর সৈয়দ কফিল আহমদ, আবু হায়দার চৌধুরী, বাংলা কাগজের এডিটর চ্যানেল এসে’র বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ,বাংলামেইলের সাহিত্য সম্পাদক সৈয়দ মাসুম, বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি ও বাংলামেইল নিউস এডিটর আতিকুর রাহমান, বাংলামেইল স্টাফ রিপোর্টাস সাহিদুর রাহমান সোহেল, বাংলাপোস্ট প্রতিনিধি রাজু আহমদ প্রমুখ।