মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪

সিলেট নগরীতে বোমাসদৃশ বস্তু: ঘিরে রেখেছে পুলিশ

সিলেট নগরীতে বোমাসদৃশ বস্তু: ঘিরে রেখেছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ: সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় একটি দোকানের সামনে বোমাসদৃশ একটি বস্তু ঘিরে রেখেছে পুলিশ। টেপ দিয়ে মোড়ানো ওই বস্তুটি বোমা কি-না তা নিশ্চিত হওয়া না গেলেও এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ শাহী ঈদগাহ সড়কের একাংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বোমা সদৃশবস্তুটি দেখতে পাওয়া যায়।

৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এনামূল হক জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এনাম এন্টারপ্রাইজ নামে শাহী ঈদগাহ এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানটি খুলতে এসে শাটারের সামনে কালো টেপে মোড়ানো বোমার মতো দেখতে একটি বস্তু তার নজরে পড়ে। পরে তিনি পুলিশে খবর দেন।

বিমানবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, বোমাসদৃশ বস্তুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শাহী ঈদগাহ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে হাজারিবাগ গলির মুখ পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়।

সন্দেহজনক বস্তুটির আশপাশ এলাকা ঘিরে রাখা হয়েছে। টেপে মোড়ানো বস্তুটি বোমা কি-না তা যাচাইয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024