শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের দুটি পোশাক কারখানা দুর্ঘটনার শিকারদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে তহবিল গঠন নিয়ে সম্মত হতে পারেনি পোশাকের আন্তর্জাতিক ক্রেতা কোম্পানিগুলো। সুইজারল্যান্ডের জেনেভার বৈঠকে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারেনি নামিদামি কোম্পানিগুলো।
শ্রমিকদের বৈশ্বিক ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রিঅল ও আন্তর্জাতি শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত বৈঠকে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনস গার্মেন্টস লিমিটেড থেকে যেসব প্রতিষ্ঠান পোশাক নিত তাদের মাত্র এক তৃতীয়াংশ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত কোম্পানিগুলোর মধ্যে মাত্র ব্রিটিশ কোম্পানি প্রাইমার্কই ক্ষতিপূরণের তহবিলে অর্থ দিতে রাজি হয়েছে।
ইন্ডাস্ট্রিঅল এক বিবৃতিতে জানিয়েছে, মাত্র ৯টি ব্র্যান্ড যোগ দিয়েছে রানা প্লাজায়। অনুপস্থিত ছিল ওয়াল-মার্ট, বেনেটন ও ম্যাঙ্গোর মতো বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ডগুলো। এপ্রিলে রানা প্লাজা ধসে ১ হাজার ১শ জনের বেশি লোক নিহত হয় এবং ২০১২ সালের নভেম্বরে অগ্নিকাণ্ডে তাজরীনের ১১২ জন নিহত হয়। দুটি দুর্ঘটনায় আহত হয়েছে কয়েক হাজার জন। এসব হতাহতদের পরিবারকে বেঁচে থাকার জন্য করতে হচ্ছে সংগ্রাম।