সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৫২

ব্রিটেনে মানব পাচারের অভিযোগে গর্ভবতী মহিলা অভিযুক্ত

ব্রিটেনে মানব পাচারের অভিযোগে গর্ভবতী মহিলা অভিযুক্ত

জাকির হোসেন কয়েছ: ব্রিটেনে একটি ভ্যানে করে অভিবাসীকে পাচারের চেষ্টার অভিযোগে এক গর্ভবতী মহিলাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। উদ্ধারকৃত অভিবাসীদের ভ্যানের ভিতরে টায়ারের মধ্যে লুকিয়ে ব্রিটেনে আনার চেষ্টা করা হয় বলে জানিয়েছে আদালত।

অভিযুক্ত ক্যাটে বেথেলকে ২০১৫ সালে ৪ জুলাই ইউরো টানেলের চেকইন পয়েন্ট থেকে আটক করা হয়। এসময় গাড়ী ড্রাইভিং করছিলেন তার পার্টনার এরিসন হ্যারিস।

পুলিশ এসময় উক্ত ভ্যান থেকে ১২ ভিয়েতনামী ( চারজন পুরুষ, পাঁচজন মহিলা ও তিন শিশু)কে গাড়ীর ভিতরে থাকা ট্রায়ারের ভেতর থেকে উদ্ধার করে।

ম্যাডস্টোন ক্রাউন কোর্টে বলেছে হ্যারিস (৩৩) উক্ত অবৈধ অভিবাসীদের বহনে সহযোগি ছিলেন।

তবে ২৮ বছর বয়সী বেথেল যিনি চতুর্থ সন্তানের জন্য ৬মাসের গর্ভবতী তিনি তার উপর আনিত অভিযুক্ত প্রত্যাখান করেন বলেছেন তার কোন ধারনা নেই গাড়ীর ভেতরে অভিবাসীরা কিভাবে প্রবেশ করেছে।

তিনি আদালতকে আরো বলেছেন, তিনি এবং হ্যারিস একদিনের জন্য ডে ট্রিপে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। সেখানে তারা ভ্যানটি রেখে হাটতে হাটতে অনেকদূর গিয়েছিলেন এবং তার রাস্তা হারিয়ে ফেলেছিলেন।

তবে আদালত তার কথায় বিশ্বাস না করে তার কথাগুলিকে ‘ননসেন্স’ বলে উড়িয়ে দেয়। আদালত বলছে, তারা ৪ঘন্টা ফ্রান্স ছিল, এসময় তারা তাদের ফোনে ৬৭টি ম্যাসেস ও কল রিসিভ করে আননউন নাম্বার থেকে।

তবে কেন্টে বসবাসকারী বেথেল বলেন, তার দুই সন্তান তার ফোন ব্যবহার করে কল ও ম্যাসেস রিসিভ করেছে তিনি এ সম্পর্কে অবিহিত নন।

কাস্টম অফিসাররা তাদের যখন আটক করেন তখন তারা ফ্রান্সের ক্যালিস থেকে ফোকস্টোন হয়ে ফিরছিলেন। তাদের উভয়কে অবৈধ অভিবাসী সহায়তার জন্য অভিযুক্ত করা হয়। হ্যারিস এর আগেও অভিযুক্ত হয়েছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025