রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:০৯

সীমান্তের কাঁটাতারে বিলীন হয়ে গেল তরুণ-তরুণীর ভালবাসা

সীমান্তের কাঁটাতারে বিলীন হয়ে গেল তরুণ-তরুণীর ভালবাসা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের প্রেমিক আর বাংলাদেশের প্রেমিকা। তারপর ভৌগোলিক অবস্থান আটকাতে পারেনি তাদের প্রেম। কিন্তু দুটি দেশের মাঝখানে দাঁড়িয়ে আছে কাঁটাতারের দেয়াল। এই কাঁটাতারই অটল প্রহরীর মত বাঁধা হয়ে দাঁড়ালো যুগলের কাছে। প্রেমের পরিণতি ঝুলে গেল ভারত–বাংলাদেশের সীমান্তের কাঁটাতারে।

২৫ বছরের প্রেমিকের বাস কোচবিহারে এবং ১৮ বছরের প্রেমিকা থাকেন বাংলাদেশের কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। ভারত–বাংলাদেশের সীমান্ত শূন্যরেখা এলাকায় বসবাস করে প্রেমিক যুগল। দু’জনের মধ্যে ফোনে কথাবার্তা হত। সীমান্তের কাঁটাতারের মধ্যে দূর থেকে দেখাও করত দু’জনে। দু’টি ভিন্ন দেশ, ভিন্ন ধর্ম সবকিছুকে উপেক্ষা করে প্রেমিক যুগল স্বপ্ন দেখে একসঙ্গে ঘর বাঁধার।

তরুণ ঠিক করে নেয় যে কোনো উপায় সীমান্তের কাঁটাতার টোপকে ভারতে প্রেমিকা এনে ঘর বাঁধবে। পরিকল্পনা অনুযায়ী প্রেমিক তরুণীকে আনতে লুকিয়ে কাঁটাতার পার হয়ে বাংলাদেশে ঢোকে। প্রেমিকাকে সীমান্ত পার করে ভারতে পাঠাতে সফল হলেও নিজে আটকে পড়ে তরুণীর পরিবারের হাতে। বিষয়টি গড়ায় দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ ও বিজিবি পর্যন্ত।

বিএসএফ ও বিজিবি সূত্রের খবর, গত সোমবার গভীর রাতে তরুণী ভারতে এবং ছেলেটি বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তরুণীকে বাংলাদেশের নাগেশ্বরী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করাতে সফল হয় প্রেমিক। এরপর নিজে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ে যায় গ্রামবাসীর হাতে। এই নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয় সীমান্ত এলাকর দুটি গ্রামে।

এরপর মঙ্গলবার বিএসএফ বালাবাড়ী বিএসএফ ক্যাম্পের ইনচার্জ রাকেশ সিং এবং বিজিবির রামখানা ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবদুস সোবাহান বৈঠক করেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী তরুণকে বিএসএফের হাতে এবং তরুণীকে বিজিবির হাতে তোলা দেওয়া হয়। প্রশ্ন থেকেই গেল ভালবাসা কি কাঁটাতারে খোঁচায় রক্তাক্ত হল। না কাঁটাতারে বিলীন হয়ে গেল যুগলের ভালবাসা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024