শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:১১

মেয়র আনিসুল হককে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে

মেয়র আনিসুল হককে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে অচেতন অবস্থা থেকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এরই মধ্যে ডাক্তাররা তার উন্নতি দেখছেন।

তিনি এখনও লন্ডনের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজান বলেন, স্যার (আনিসুল হক) এখনও আইসিইউতে রয়েছেন। শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত সেখানেই ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। ডাক্তাররা এরই মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি দেখছেন।

এর আগে, সকালে তিনি বলেন, আমরা সার্বক্ষণিক স্যারের খোঁজখবর নিচ্ছি। সর্বশেষ তথ্য হল- ডাক্তাররা তাকে ধীরে ধীরে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। এটি একটি দীর্ঘ প্রচেষ্টা। স্যার এখনও আইসিইউতেই আছেন। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালীর প্রদাহ) আক্রান্ত হয়েছেন।

আনিসুল হকের পরিবারসূত্রে জানা গেছে, তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। দেশে চিকিৎসকরা তার শারীরিক সমস্যা শনাক্ত করতে পারেননি। লন্ডনে ব্যক্তিগত সফর শেষে গত ১৪ আগস্ট তার দেশে ফেরার কথা ছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024