শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:২২

বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশন, বার্মিংহাম-এর উদ্যোগে ১৫ আগষ্ট ২০১৭ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শোক দিবস পালিত হয়।

সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে জাতীয় শোক দিবসের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যসহ সকল শহীদদের বদিহেী আত্নার মাগফরোত কামনা এবং বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে বিশেষ মোনাজাত পরচিালনা করনে মশিনরে হসিাব র্কমর্কতা জনাব সকিদার মজিানুর রহমান।

জাতির পতিা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদরে স্মৃতরি প্রতি গভীর শ্রদ্ধা নবিদেনরে উদ্দশ্যেে উপস্থতি সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করনে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন।

দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী অনুষ্ঠানে পাঠ করনে সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন, দ্বতিীয় সচবি জনাব মোঃ রজোউল করমি এবং হসিাব র্কমর্কতা জনাব শকিদার মজিানুর রহমান । বঙ্গবন্ধুর জীবনীসম্বলিত ডকুমেন্টারী অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

প্রবাসী বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহন করেন। মিশনের প্রশাসনকি কর্মকর্তা জনাব মোঃ মনরিুল ইসলাম-এর সার্বিক সঞ্চালনায় জাতীয় শোক দবিস উপলক্ষে বক্তব্য রাখেন সলিটে থকেে আগত প্রবীন মুক্তযিোদ্ধা জনাব সরিাজুল ইসলাম, স্থানীয় নতেৃবৃন্দ জনাব শখে মো: তাহরে উল্লাহ, ময়ের জনাব আহমদেুল হক, ড: বমিল পাল, মুক্তযিোদ্ধা আলী ইসমাইল, ড: দলেোয়ার হোসনে, মুক্তযিোদ্ধা আব্দুল হামদি, জনাব মজেবাহ উদ্দনি, জবাব মোহাম্মদ ওয়াসমিুজ্জামান, জনাব মো: সাব্বরি হোসনে, মুক্তযিোদ্ধা জনাব আলাউদ্দনি, জনাব সবেুল ময়িা, জনাব রুহুল ময়িা, জনাব মসিরি আলী, জনাব আ: রশদি, জনাব ম. আ. কাদরে, জনাব তারকারঞ্জন দাস, জনাব শখে গফুর, জনাব আব্দুর শুকুর, সাংবাদকি জনাব মোহাম্মদ লোকমান কাজী, সাংবাদকি জনাব কায়সারুল ইসলাম সুমন, সাংবাদকি জনাব ফারছু আহমদে চৌধুরী, জনাব শমিুল বল্লিা, জনাব এলাহী হক সলেু, জনাব মো: হারুন অর রশদি, জনাব মো: হফিজুর রহমান এবং জনাব জমেস রায় প্রমুখ।

বক্তাগণ বাংলাদেশের মহান স্বাধীনতা লাভে জাতির জনকের অবদান শ্রদ্ধার সংগে উল্লেখকরে মুক্তিযুদ্ধে প্রবাসীদের ভূমিকাও উল্লেখ করেন এবং বর্তমান সরকারের সকল প্রকার উন্নয়নে সক্রিয়ভাবে নিজেদের সম্পৃক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সহকারী হাই কমিশনার জনাব মোহাম্মদ জুলকার নায়েন জাতির পিতা বঙ্গবন্ধৃ শেখ মুজিবুর রহমান-এর বর্নাঢ্য কর্মময় জীবনের নানাদিক উল্লেখ করে বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অবদান শ্রদ্ধার সংগে স্মরণ করেন।

তিনি প্রবাসে ঐক্যবদ্ধভাবে নিরলস প্রচেষ্টার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় সামাজিক ও অর্থনৈতিকভাবে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান। সকল শ্রেণীর প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য সহকারী হাই কমিশনার সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশী খাবার দিয়ে মধ্যাহ্ন ভোজ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024