শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাজনৈতিক বিবেচনায় বিচারপতি হয়েছিলেন কিন্তু তাকে নিয়েই আওয়ামী লীগ দুশ্চিন্তায় আছে বলে মন্তব্য করেছেন
আজ শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় শোক দিবস ও ষোড়শ সংশোধনী’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ. বি. এম. খায়রুল হক বলেন, এমন রায়ের ফলে প্রধান বিচারপতির শপথভঙ্গের প্রশ্ন উঠেছে।
পাশাপাশি রায়ে সংসদকে অকার্যকর এবং গণতন্ত্রকে অপরিপক্ক বলায় বিচারপতি হিসেবে তাঁর অবস্থানও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করেন তিনি।