শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বার্মিংহামে তিন সন্তানের সামনেই ৩০ বছর বয়সী এক ব্যক্তি তার স্ত্রীকে খুন করে পরে নিজেও আত্ম হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি‘র।
২৬ বছর বয়সী ঐ মহিলা ওয়েষ্ট মিডল্যান্ড এর ওল্ডবারী এলাকার একটি ঘরে তিন শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। পুলিশ জানায় হত্যার পূর্বে তাকে হিং¯্রভাবে হামলা করা হয়। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে শনিবার ভোর রাত ২টায়।
মৃত দম্পতির ৩ সন্তানের বয়স ৮ বছরের নিচে। পুলিশ কর্মকর্তা জিম মনরো বলেছেন এটি সত্যি মর্মান্তি ঘটনা। তিনি বলেন, প্রকৃত পক্ষে কি ঘটেছিল তা বলা যাচ্ছে না তবে উভয়ের মৃত্যু হয়েছে ভোর রাতে।
এদিকে মেইল পত্রিকা জানিয়েছে, বেঁচে থাকা শিশুদের মধ্যে বড় মেয়ে সে প্রতিবেশীর ঘরে নক করে। প্রতিবেশীরা ঘর থেকে বেরিয়ে আসলে সে বলে, আমার মা মারা গেছে, তার রক্ত বের হচ্ছে।
পরে প্রতিবেশীরা পুলিশ ডাকলে ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এক প্রতিবেশী জানিয়েছেন নিহত পুরুষ একজন লরি ড্রাইভার। তিনি প্রায়ই বাইরে থাকতেন।