বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রীদের তালিকায় এখন অনেকটাই এগিয়ে নার্গিস ফাকরি। দীর্ঘদিন বড়পর্দায় দেখা না মিললেও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ঠিকই সংবাদে থাকছেন তিনি।
তবে তিনি এখন পাকাপাকিভাবে আমেরিকার বাসিন্দা। শুক্রবার তার দেখা মিললো মুম্বই বিমানবন্দরে। তাকে দেখা মাত্রই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন ফটোগ্রাফাররা।
কিন্তু নার্গিস কিছুতেই চাননি তার ছবি তোলা হোক। বারবারই নিজের হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেন। তার এমন আচরনে অবাক হয়ে যান সবাই।
তবে বেশি অবাক করে তার শারীরিক পরিবর্তন। কালো রঙের ফ্রকে নার্গিসকে দেখে যে কেউ বলবেন তিনি অন্তঃসত্ত্বা। আদৌ কি তিনি অন্তঃসত্ত্বা নাকি পোশাকের কারণেই এই বিভ্রান্তি সেটা নিয়ে নেটদুনিয়ায় জল্পনা এখন তুঙ্গে।
তাছাড়া নার্গিসের আচরনও সন্দেহ তৈরি করেছে তার ভক্তদের মাঝে। কিন্তু বিয়ের আগেই তার এমন সংবাদে অবাকও হয়েছেন অনেকেই। এখন সময়ই বলে দেবে নার্গিসের এই অন্তঃসত্বার খবর কতটা সত্যি।