মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৩২

পার্টি সিঙ্গেল মার্কেট, ফ্রি মুভম্যান্টের পক্ষে লেবার পার্টি: আবারও ধাক্কা খেতে যাচ্ছে ব্রেক্সিট

পার্টি সিঙ্গেল মার্কেট, ফ্রি মুভম্যান্টের পক্ষে লেবার পার্টি: আবারও ধাক্কা খেতে যাচ্ছে ব্রেক্সিট

নিউজ ডেস্ক: লেবার পার্টি নাটকীয়ভাবে ইউরোপিয় ইউনিয়নের কমন সিঙ্গেল মার্কেট, কাস্টমস ইউনিয়ন, কমন্স ইইউ ল তে থাকার জন্য মতামত দিয়েছে। লেবার দলের শ্যাডো ব্রেক্সিট সেক্রেটারি স্যার ক্যার স্ট্যারমার অবজারভারে এক নিবন্ধে দলের এই মতামত তুলে ধরেছেন।

ব্রেক্সিটের পক্ষে যারা ভোট দিয়েছিলেন, তারা এখন ক্ষুব্ধ লেবারের এই নাটকীয় ইউটার্ণে। এতোদিন জেরেমি করবিন টেরিজা মে`র মুখপাত্র হিসেবে ব্রেক্সিটের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে সমালোচনা হচ্ছিলো। আচমকা লেবারের এই পরিবর্তনে ব্রেক্সিট পন্থীরাও হতবাক।

স্যার ক্যার স্টারমার অবজারভারে লিখেছেন, ব্রেক্সিটের পরে ট্রানিজিশনাল পিরিয়ডে ব্রিটেন সিঙ্গেল মার্কেট ও কাস্টমস ইউনিয়নে থাকবে, ফ্রি মুভম্যান্টসের সুযোগ সুবিধা- এখন যেভাবে বেনিফিট ভোগ করছে, ঠিক সেইভাবেই একই ধরনের বেনিফিট ভোগ করবে।

স্যার ক্যার স্টারমার ট্রানজিশনাল পিরিয়ডের কোন নির্দিষ্ট সীমা উল্লেখ না করে বলেছেন, যতো কম এবং যতোদীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে।

একই সাথে কমন ল মেনে চলার নীতির কথাও বলেছেন। তার মানে ২০১৯ সালে ব্রেক্সিট হওয়ার পরেও ট্রানজিশনাল পিরিয়ডের নামে ব্রিটেন ইইউতে সিঙ্গেল মার্কেট, ফ্রি মুভম্যান্ট আর ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের আওতাধীন থাকবে- লেবার দল সেটাই চাচ্ছে এখন।

কিন্তু লেবার দল এই ট্রানজিশনাল পিরিয়ডের সিনারিওতে কনফিউশন তৈরি করে রাখলো । তারা পরিষ্কার করে বলে নাই বা বলছেনা, ট্রানজিশনাল পিরিয়ড- এর সময় হবে কতোদিন বা বছর ?

ব্রেক্সিট বিল পার্লামেন্টে পাশের সময়ে লেবার দলীয় এমপি চুকা উমার নেতৃত্বে বিদ্রোহি গ্রুপ ইইউ সিঙ্গেল মার্কেট আর ফ্রি মুভম্যান্টের মধ্যে থাকার জন্য সরব হয়েছিলো। সেদিন জেরেমি করবিন সহ নীতি নির্ধারকেরা চুকা উমার বিরোধীতা করেছিলেন। আজকে চুকা উমাদের গ্রুপের নীতি লেবার দল এডপ্ট করতে যাচ্ছে। সেটাই খোলাখুলিভাবে অবজারভারে দলীয় মতামত দিয়েছেন স্যার স্টারমার।

ক্ষমতাসীন সরকার চাচ্ছে টেম্পোরারি ট্রানজিশনাল পিরিয়ড- যদিও ফিলিপ হ্যামন্ড এর আগে দুই বছর বা তিন বছর পর্যন্ত বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।ব্রেক্সিটের জন্য মূল ইস্যুতে টেরিজার দল আবার ধাক্কা খেলো, সামনের দিনগুলোতে বুঝা যাবে- কোথাকার জল কোথায় যায় ?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025