মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৫০

ইষ্ট সাসেক্সের বার্লিন গ্যাপ বিচে কেমিক্যাল: ১০০ অধিক লোক আক্রান্ত

ইষ্ট সাসেক্সের বার্লিন গ্যাপ বিচে কেমিক্যাল: ১০০ অধিক লোক আক্রান্ত

নিউজ ডেস্ক: ইষ্ট সাসেক্সের বার্লিন গ্যাপ বিচের কেমিক্যালে দোষিত পানিতে স্নান ও নামার পরে বহু লোক আক্রান্ত হয়েছেন। অনেকে চোখে প্রচন্ড জ্বালা পোড়া, বমি, শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়ার কথা জানিয়েছেন। ১৩৩ জনকে বিচ থেকে ইষ্ট সাসেক্স ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাসেক্স পুলিশ জানিয়েছে, এই মুহুর্তে ইষ্ট কোষ্ট লাইনের বিচের পানিতে কেমিক্যাল মেশার কারণ তারা জানতে পারেন নি । তবে অনুসন্ধান চালানো হচ্ছে। একজন মুখপাত্র জানিয়েছেন, গতকাল ৫টার কিছু আগে ৫০ জনের মতো লোক এধরনের অসুবিধার কথা জানিয়ে রিপোর্ট করেন।

সাথে সাথে ৬ জনকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু রোববার রাতের মধ্যে ১৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যেকে শ্বাস প্রশ্বাসে কষ্ট, বমি, চোখের সমস্যার কথা জানিয়েছেন। পুলিশ ইতোমধ্যে বিচ খালি করে দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025