বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৭

নগ্ন দৃশ্যে আপত্তি নেই আমিশার

নগ্ন দৃশ্যে আপত্তি নেই আমিশার

বিনোদন ডেস্ক: খোলামেলাভাবে ক্যামেরায় আসার বিষয়ে বলিউড নায়িকা আমিশা প্যাটেলের আপত্তি নেই। তবে নতুন খবর হলো নতুন একটি ছবিতে নগ্ন হয়ে পর্দায় আসছেন এ অভিনেত্রী। রগরগে বেশ কিছু দৃশ্যে দর্শক তাকে দেখতে পাবেন। বিশেষ করে বাথটাবে গোসলের দৃশ্যে তাকে দেখা যাবে ব্যাপক খোলামেলা ভঙ্গিতে।

ছবির নাম দেশি ম্যাজিক। এটি পরিচালনা করছেন মিহুল এম আথা। আর ছবিটি প্রযোজনা করছেন খোদ আমিশা। রোমান্টিক-কমেডি নির্ভর এ ছবির একটি গানের দৃশ্যের কাজ সম্প্রতি শেষ করেছেন আমিশা। চমকের বিষয় হলো এই গানে পুরোপুরি নগ্ন হয়ে ক্যামেরার সামনে এসেছেন তিনি।

বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। এই প্রথমবার তিনি পর্দায় এভাবে নগ্নভাবে ক্যামেরাবন্দি হলেন। গানটির দৃশ্য গোপনভাবে ধারণ করা হয়েছে মুম্বইয়ের একটি ফাইভ স্টার হোটেলের বাথটাবে। স্নানের দৃশ্য করতে গিয়েই আমিশা এমন নগ্ন হয়েছেন।

ছবিটি নিয়ে এ অভিনেত্রী বলেন, এর আগে অনেক রুপেই আমাকে দেখেছেন দর্শক। এবার নয়া রুপে দেখবেন। অনেক কিছুই এখানে দেখাবো আমি। আর সেটাই হলো ছবির প্রধান চমক। তাই অপেক্ষায় থাকুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025