শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২৩

২০ লাখ ব্রিটিশ নাগরিক ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় বিক্ষোভ প্রদর্শন করবে

২০ লাখ ব্রিটিশ নাগরিক ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় বিক্ষোভ প্রদর্শন করবে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নতুন একটি সমীক্ষায় বলা হয়েছে, আগামী বছর রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে আসলে  তার সফরের বিরুদ্ধে ২০ লাখ ব্রিটিশ বিক্ষোভ করবে। বুধবার ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান আইসিএম আনলিমিটেড পুল নামের একটি সমীক্ষার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

সমীক্ষায় দেখা যায়, ৭ ভাগ ব্রিটিশ নাগরিক বিবেচনা করবেন বিক্ষোভে যোগদানের। আর ২০ লাখের মধ্যে ২ শতাংশ সরাসরি ট্রাম্পের যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে প্রতিবাদ করবেন।

সমীক্ষায় আরো দেখা যায়, ২৭ ভাগ ব্রিটিশ নাগরিকের ট্রাম্পর যুক্তরাজ্য সফর নিয়ে তাদের মধ্যে কোনো আগ্রহ নেই। সমীক্ষায় অংশ নেওয়ার মধ্যে মোট ১৩ ভাগ জানান ট্রাম্পের যুক্তরাজ্য সফর তাদের কাছে বিব্রতকর। ২৫ থেকে ২৮ আগস্ট আইসিএম আনলিমিপেড পুল সমীক্ষাটি চালায়।

উল্লেখ্য, ২০১৬ সালে ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসের এ অধিপতিকে প্রথম যুক্তরাজ্য সফরে আমন্ত্রণ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেনা মে। ওই সময় ট্রাম্পকে ব্রিটেন সফরে না আসার জন্য ১৮ লাখ মানুষের স্বাক্ষরিত একটি পিটিশন দায়ের করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024