শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: নিজেকে নিষ্কর্মা মনে করেন না বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। আগামী জাতীয় নির্বাচনে তিনি আরেক মেয়াদের জন্য নির্বাচন করতে চান।
স্কাই নিউজকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেছেন তিনি। বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের নেতা হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার বর্তমান দায়িত্ব সম্পন্ন করতে অনেক সময়ের প্রয়োজন।
এ জন্য তেরেসা বলেন, বৃটেনের সামনে দীর্ঘ মেয়াদী চ্যালেঞ্জ। এ জন্য সময় প্রয়োজন। তিনি বলেছেন, ব্রেক্সিট পক্রিয়াকে সঠিক পথে নিয়ে যেতে হবে আমাদেরকে।
বৃটিশ জনগণকে একটি সঠিক চুক্তি উপহার দিতে হবে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল আপনি কি আগামী জাতীয় নির্বাচনে কনজার্ভেটিভ পার্টির প্রার্থী হবেন? জবাবে তিনি বলেন- হ্যাঁ। তিনি বলেন, এ পদে আমার দীর্ঘ সময় প্রয়োজন।
গত সপ্তাহে রিপোর্ট প্রকাশ হয় যে, ২০১৯ সালের ৩০ শে আগস্ট প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন তেরেসা মে। এমন রিপোর্টকে প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট।
তিনি এখন আরো ৫ বছরের জন্য ক্ষমতার মেয়াদ বাড়ানোর যে কথা বলেছেন এতে তার অনেক এমপি বিস্মিত হতে পারেন। এখন থেকে মাত্র দু’মাস আগে দ্য সান পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন অন্যকথা। কনজার্ভেটিভ পার্টির প্রধান হিসেবে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকৃতি জানান তিনি।