শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: লন্ডন গ্যাটউইক বিমান বন্দরের কাছে অভিবাসন সেন্টারে আটককৃত অবৈধ অভিবাসীদের সাথে অসধাচরন ও নির্যাতন করার একটি প্রতিবেদন বিবিসি প্যানোরমায় প্রচারিত হয়েছে। গোপন ক্যামেরায় ধারণকৃত ফুটেজ প্রকাশের পর তদন্তের মাধ্যমে সিকিউরিটি সংস্থা জিফোরএস এর ৯ কর্মীকে সাসপেন্ড করেছে কর্তৃপক্ষ।
এদিকে যাদের সাসপেন্ড করা হয়েছে তাদের মধ্যে একজন মহিলা নার্স, ৬জন অভিবাসন কেন্দ্রের অফিসার, দুইজন ম্যানেজার। একই সাথে আরো ৫জন নতুন স্টাফ নিয়োগ দেয়া হয়েছে। এমনকি সাবেক জিফোরএস কর্মকর্তা যিনি হোম অফিসে কর্মরত তাকেও সাসপেন্ড করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয় তারা দেখেছে, উক্ত সেন্টারে অভিবাসীরা নিজের ক্ষতিস্বাধন, আত্মহত্যার প্রচেষ্টা এবং মাদকদ্রব্যের ব্যবহার করছে। তবে প্রাইভেট সিকিউরিটি কোম্পানী জিফোরএস বলছে, তারা এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং তারা আরো সচেতন হবে। তারা বলছে বিবিসি রেকডকৃত কোন প্রমান দিতে পারেনি এবং কোথায় ঘটনাটি ঘটেছে তাও বলা হয়নি।
প্যানোরামাতে বলা হয়েছে এই কেন্দ্রটিতে বিশৃঙ্খলা, অযোগ্যতা এবং অপব্যবহার দেখেছে তারা। পরিস্থিতিকে তারা বিষাক্ত মিশ্রন হিসেবে বর্ণনা করেছে। এতে দাবী করা হয় যারা এসাইলাম আবেদনে ব্যর্থ হয়েছে তাদেরকে বিদেশী অপরাধী যাদের সাজা সম্পন্ন হয়েছে তাদের সাথে রুম শেয়ার করে থাকতে হয়। এই অপরাধীদের নিজ দেশে পাঠানো হবে যারা উক্ত সেন্টারের অর্ধেক দখল করে আছেন।
বিবিসি প্যানারামার অনুষ্ঠানটি আগামী সোমবার প্রচারিত হবে। উক্ত সেন্টারের ফুটেইজ রেকর্ড করেছেন সাবেক কাস্টডি অফিসার ক্যালাম টুলি। এই সেন্টার থেকে অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো হয়।