সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৩৯

ডেইলি সিলেট ও দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার মকিস মনসুর বাংলাদেশে

ডেইলি সিলেট ও দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার মকিস মনসুর বাংলাদেশে

সিরাজুল ইসলাম: ডেইলি সিলেট ও মৌলভীবাজার জেলার দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এটিন বাংলা ইউকের সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আহমদ গত ৭ সেপ্টেম্বর যুক্তরাজ্য থেকে বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ সফরে এসেছেন।

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী ও কাডিফ শাহ্ জালাল বাংলা স্কুলের জেনারেল সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক ও ৯০ এর গন আন্দোলনের মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর আহমদ দেশে এক মাস অবস্থানকালে রাজনৈতিক সভা সেমিনার ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের সাথে মতবিনিময় এবং বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করা সহ নানা সমাজসেবামূলক কর্মকান্ডে অংশ গ্রহন করবেন।

তাহার দেশে আগমনে বিমানবন্দরে বিভিন্ন সংগঠনসহ ডেইলি সিলেট ও দৈনিক মৌমাছি কন্ঠ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এ

খানে উল্লেখ্য যে যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি ও ইউকে ওয়েলস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মকিস্ মনসুর দৈনিক মৌলভীবাজার ডট কমের সম্পাদক সহ দেশে বিদেশে বিভিন্ন সমাজসেবা মূলক সংগঠনের সাথে জড়িত থেকে বৃটেন কমিউনিটি ও বাংলাদেশের উন্নয়নে এবং সমাজ সেবায় নিরলসভাবে কাজ করে চলছেন।

যার প্রমান তিনি দেশে এসেই সিলেট বিমানবন্দর থেকে বাড়ীতে না গিয়ে সরাসরি মৌলভীবাজার সরকারী কলেজে হাজারো লোকের উপস্থিতে অনুষ্ঠিতব্য শিক্ষামূলক সংগঠন অন্বেষা মৌলভীবাজারের আয়োজনে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৭ সালের এসএসসি ও এইচ এসসি (জিপিএ-৫) ৪ শত ৯৮ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগদান করে ছাত্র ছাত্রীদের মধ্যে পুরুস্কার বিতরন করে একটি দূষ্টান্ত স্থাপন করায় অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল নিজ হাতে অন্বেষার ইউকের চীফ কোডিনেটর ও কমিউনিটি লিডার মকিস মনসুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উনার সমাজ সেবামূলক কর্মকান্ডে ভূয়শী প্রশংসা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

দেশে অবস্থানকালে মকিস মনসুর এর সাথে এই মোবাইলে (01791572205) যোগাযোগ করা যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025