সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৪৪

সু চি’কে কানাডার প্রধানমন্ত্রীর ফোন: রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে সহিংসতা বন্ধের আহবান

সু চি’কে কানাডার প্রধানমন্ত্রীর ফোন: রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে সহিংসতা বন্ধের আহবান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর চলমান সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী ও দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’কে ফোন দিয়ে তিনি এই উদ্বেগ জানিয়েছেন।

এক ফোন কলে সুচি’কে এ আহ্বান জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসময় তিনি চলমান পরিস্থিতিতে নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে সু চি’র ভূমিকার ওপর সুনির্দিষ্টভাবে জোর দেন। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ট্রুডো বলেন, নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে সুচির ভূমিকা তার দেশের জন্য গুরুত্বপূর্ণ।এতে বলা হয়েছে, চলমান এই সহিংসতার অবসান ঘটাতে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং রাখাইন রাজ্যে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতাদের জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন জাস্টিন ট্রুডো।

খবরে বলা হয়, সু চি’র সঙ্গে ফোনালাপে জাস্টিন ট্রুডো সব ধরনের সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। এসময় তিনি সব নৃগোষ্ঠীকে সম্মান জানানোর মতো একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল মিয়ানমার গড়ে তুলতে কানাডা সমর্থন দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন। ফোনালাপে সু চি মানবিক প্রচেষ্টায় কানাডার অবদানের প্রশংসা করেছেন।

জাস্টিন ট্রুডো তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টেও সু চি’র সঙ্গে ফোনালাপের কথা জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে উদ্বেগ জানাতে আজ (বুধবার) আমি অং সান সু চি’র সঙ্গে কথা বলেছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025