বিনোদন ডেস্ক: আদিত্য পাঞ্চোলির পর এবার কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন শেখর সুমন। সোশ্যাল সাইটে কঙ্গনার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন বলিউডের ওই অভিনেতা।
কঙ্গনার রঙ্গুন মুক্তির পরপরই বলিউডে মুখ থুবড়ে পড়েছিল, সেই প্রসঙ্গ তুলে কঙ্গনার ‘সিমরন’ নিয়ে খোঁচা দেন শেখর সুমন। তিনি বলেন, বক্স অফিসে সব সময় সবার নজরে থাকতেই কঙ্গনা বিতর্ক তৈরি করেন। যদিও কঙ্গনা এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের সঙ্গে কঙ্গনার সম্পর্ক নিয়ে বিতর্ক ছড়ায়। কঙ্গনা তার ওপর অত্যাচার করেছেন এবং ‘কালো জাদুও’ করেছেন বলে অভিযোগ করেন অধ্যয়ন।