বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৩

মায়ানমারের সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি কর্মকর্তারা

মায়ানমারের সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশি কর্মকর্তারা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে আলোচনায় বসছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক মন্ত্রী মিশেল মিলার ও আমেরিকায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবিদা ইসলামের মধ্য এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটও অংশ নেবেন।

মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এক মাসে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান। রাখাইনে মায়ানমার সেনাবাহিনী ও চরমপন্থী বৌদ্ধদের পাশবিক নির্যাতনের শিকার এসব রোহিঙ্গারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক মন্ত্রী মিশেল মিলার ও আমেরিকায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আবিদা ইসলামের মধ্য এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটও অংশ নেবেন।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জের উপর মনোযোগ প্রদানের পাশাপাশি মানবাধিকার সহায়তা ও দুর্যোগ ত্রাণ, শান্তিরক্ষা, প্রতিরক্ষা বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং সন্ত্রাসবিরোধী, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতার অংশীদারিত্বের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ৩২ মিলিয়ন ডলারের ২৮ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ এবং বাকিটা মায়ানমারে পাঠানো হবে।

জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক মার্কিন সহকারী সচিব সাইমন হেনশো সহিসংতা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমর্থন ও তাদের সাদরে গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

রোহিঙ্গাদের সমর্থন ও তাদের সাদরে গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান শরণার্থী ও অভিবাসন বিষয়ক মার্কিন সহকারী সচিব সাইমন হেনশো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024