সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৩:১৪

ব্রিটিশ বংশোদ্ভূত আইএস সদস্য স্যালি জোনস মার্কিন বিমান হামলায় নিহত

ব্রিটিশ বংশোদ্ভূত আইএস সদস্য স্যালি জোনস মার্কিন বিমান হামলায় নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: আইএসের ব্রিটিশ সদস্য স্যালি জোনস ও তার ১২ বছরের ছেলে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়.  তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

জানা যায়, দ্য হোয়াইট উইডো  নামে পরিচিত ছিলো স্যালি জোনস। ব্রিটিশ নাগরিক জোনস আগে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। গ্রিনউইচে জন্ম নেওয়া জোনস বাস করতে দক্ষিণ পূর্ব লন্ডনে। সেখান থেকে কেন্টে যান তিনি।

২০১৩ সালে সিরিয়ায় যাওয়ার আগে ইসলাম গ্রহণ করেন তিনি। তার স্বামীও জুনাইদ হোসেনও ব্রিটিশ। তিনিও ২০১৫ সালে মার্কিন ড্রোন হামলায় প্রাণ হারান।

হোসেনের মৃত্যুর পরই ব্রিটিশ মিডিয়া তাকে হোয়াইট উইডো বলে সম্বোধন করতে থাকে। এর আগেও সামান্থা লেদওয়াইটেকেও নামে এক ব্রিটিশকে এমন সম্বোধন করা হতে।

হোসেন ও জোনস দুজনের বিরুদ্ধেই অভিযোগ ছিলো যে তারা যুক্তরাজ্যে সদস্য সংগ্রহ করতো। জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকাতেও ছিলো জোনস। মার্কিন হিট লিস্টেও ছিলো তার নাম।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে জানিয়েছে যে, জুনে সিরিয়া ইরাক সীমান্তে ড্রোন হামলায় জোনস নিহত হয়েছেন।

আরও বলা হয়, রাক্কা থেকে মায়াদিনে পালিয়ে গিয়েছিলেন জোনস। সেখানে কর্তৃত্ব হারানোর সঙ্গে সঙ্গে অনেক আইএস সেনা পালিয়ে গেছে। পেন্টাগনও তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেনি।

পেন্টাগনের মুখপাত্র মেজর আদ্রিয়ান রাঙ্কাইন গ্যালোওয়ে বলেন, আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এমন তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা খতিয়ে দেখছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024