শীর্ষবিন্দু নিউজ: গ্রামীণের নিয়ন্ত্রণ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের আওতায় নিয়ে আসা হবে। ৩০শে সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংক কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। ওই অনুযায়ী প্রস্তুতি নেয়া হচ্ছে।
গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের জুরিসডিকশনে আসবে। শেয়ার বণ্টন যা আছে, তা-ই থাকবে। ২৫ শতাংশ থাকবে সরকারের কাছে; ৭৫ শতাংশ থাকবে গ্রামীণ ব্যাংকের শেয়ারহোল্ডারদের কাছে। গ্রামীণ ব্যাংককে একটি নিয়ন্ত্রক সংস্থার অধীনে আনার বিষয়ে এর আগে বেশ কয়েকবার ইঙ্গিত দিলেও এবারই প্রথম সরাসরি বাংলাদেশ ব্যাংকের নাম বললেন অর্থমন্ত্রী।
গ্রামীণ ব্যাংক কমিশন কবে নাগাদ প্রতিবেদন দেবে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, ৩০ তারিখে (৩০শে সেপ্টেম্বর) পাবো তো! তাদের সঙ্গে মোর অর লেস আলোচনা হয়েছে। যা আছে আগেই বলেছি। অর্থমন্ত্রী নোবেল জয়ী ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, ইউনূস সাহেব ও উনার সমর্থকরা হাইকোর্টে গিয়ে এমডি নিয়োগ আটকে রেখেছেন। আমরা চেষ্টা করছি, ওই আদেশ উইথড্র করার। এটা উইথড্র করলেই এমডি নিয়োগ দেয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, তিনি (ইউনূস) আদালতে “ফলস পিটিশন” করেছেন। আমরা সেই আবেদন প্রত্যাহারের চেষ্টা করছি। গ্রামীণ ব্যাংকে এক বছর ধরে এমডি নেই। চেয়ারম্যান কেন নিয়োগ দেয়া হচ্ছে না- জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, নতুন কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত আগের জনই কাজ করছেন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে পাঁচ হাজার কোটি টাকা দেয়ার যে কথা ছিল, ওই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সরকার সাহায্য করবে।