শীর্ষবিন্দু নিউজ: আজ থেকে জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি কার্ড বিতরণ করা শুরু হচ্ছে। ঢাকা, গাজীপুর ও মানিকগঞ্জ জেলার নতুন ভোটারদের মধ্যে বিতরণের মাধ্যমে শুরু হবে এ কার্যক্রম। ভোটার তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে এসব পরিচয়পত্র বিতরণ করবেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, এবার হালনাগাদ শেষে বিতরণযোগ্য জাতীয় পরিচয়পত্রের সংখ্যা ৭০ লাখ ছয় হাজার ৯৯৫টি। এর মধ্যে ঢাকায় পাঁচ লাখ ৩২ হাজার ২৬১ জন, গাজীপুরে এক লাখ ৭০ হাজার ৮৪৪ এবং মানিকগঞ্জে এক লাখ ৩৭ হাজার ১২০ জন। তথ্য সংগ্রহকারীর দায়িত্বপ্রাপ্ত এলাকার নাম ও তার মোবাইল নম্বর থানা/উপজেলা ও জেলা কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো থাকবে।