শীর্ষবিন্দু নিউজ: ব্র্যাক ব্যাংকের সিলেটের বন্দরবাজার শাখা থেকে বিশ্বনাথ শাখায় নিয়ে যাওয়ার পথে নগরীর অদূরে লালাবাজার নামক স্থানে ব্যাংকের ৯০ লাখ টাকা ছিনতাই হয়েছে। রোববার বিকেল সোয়া ৩টায় এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়।
জানা যায়, একটি প্রাইভেটকারে করে ব্র্যাক ব্যাংকের একটি শাখা থেকে অন্য আরেকটি শাখায় টাকা নিয়ে যাওয়া হচ্ছিলো। প্রাইভেটকারটি লালাবাজার পৌঁছা মাত্রই সংঘবদ্ধ ছিনতাইকারী দল প্রাইভেটকার থামিয়ে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, প্রায় কোটি টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ব্র্যাক ব্যাংক কতৃপক্ষ।
তিনি আরও বলেন, কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই প্রাইভেটকারে করে শুধুমাত্র একজন অ্যাসিসটেন্ট ম্যানেজার প্রায় কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন এটাতে একটু সন্দেহ করা হচ্ছে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।