মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৩০

উন্মুক্ত শরীরে বীণা মালিক

উন্মুক্ত শরীরে বীণা মালিক

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রীদের মধ্যে পাকিস্তানি বংশোদ্ভূত বীণা মালিকই প্রথম বিবসনা হয়ে শরীরকে ক্যানভাস হিসেবে ব্যবহার করতে দিলেন কোন চিত্রশিল্পীকে। ফিনল্যান্ডের চিত্রশিল্পী ভিসা কিভিনেন উত্তেজক নারী শরীরকে ব্যবহার করে কিছু ছবি আঁকার প্রস্তাব দিলে বীণা তা লুফে নেন।

সম্প্রতি বীণার উন্মুক্ত শরীরকে রঙের ক্যানভাস হিসেবে ব্যবহার করেছেন চিত্রশিল্পী ভিসা কিভিনেন। ফিনল্যান্ডের এই চিত্রশিল্পী বীণার বিবসনা শরীরে ইচ্ছেমত রঙ  করে অদ্ভূত সব সিরিজ পোর্ট্রেট দাঁড় করিয়েছেন। জানা গেছে, চিত্রশিল্পী কিভিনেন বীণার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। কিভিনেন বীণার শরীরকে ক্যানভাস করে আঁকা পাঁচটি আর্টওয়ার্কের শিরোনাম দিয়েছেন দেহতত্ত্বের ত্রিমাত্রিক সংলাপ এবং দ্বিমাত্রিক চিত্রকলায় নান্দনিক মিলিত অঙ্গভঙ্গি যা একটি শিল্পের মধ্যে সমবেত।

এ বিষয়ে কিভিনান বলেছেন,  প্রাচীন প্রথা ও ধর্মীয় ঐতিহ্য থেকেই তিনি এ শরীরী ছবি আঁকার ধারণা নিয়েছেন এবং যাকে মিলিয়েছেন সমসাময়িক চিত্রকলার মধ্যে। এদিকে শরীরের নতুন এই ব্যবহারে খুব উচ্ছ্বসিত বীণা নিজেও। তিনি বলেছেন, আমার খুব খুশি লাগছে যে, ফিনল্যান্ডের বিখ্যাত ভিজ্যুয়াল আর্টিস্ট ভিসা কিভিনান তার সঙ্গে কাজ করতে আমাকে ডেকেছেন। আমি শুধু শিল্পের প্রতি ভালবাসা থেকেই এখানে এসেছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024