শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:৩৭

ধর্ষণের দায়ে ব্রিটিশ বাংলাদেশির ১০ বছরের জেল

ধর্ষণের দায়ে ব্রিটিশ বাংলাদেশির ১০ বছরের জেল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে ধর্ষণের দায়ে এক বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত।  শুক্রবার (১৮ জানুয়ারি) এ রায় দেয় কার্লিসেল ক্রাউন কোর্ট। দণ্ডিত ব্যক্তির নাম মোহাম্মদ মিয়া (৩৮) ।

একই মামলায় কবির হোসেন (৪১) নামে অপর এক বাংলাদেশি আগেই সাজা পেয়েছিলেন। আদালত সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বড়দিনের আগের রাতে নর্দান ইংল্যান্ডের কার্লিসেল শহরে একজন মদ্যপ নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

আদালতের বিচারক জেমস এডকিন বলেন, মোহাম্মদ মিয়াকে সেক্স অফেন্ডার্স রেজিস্ট্রারে আজীবনের জন্য অর্ন্তভুক্ত করা হবে। একজন নারীকে ধর্ষণের ঘটনায় দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে।

আদালতে আসামি পক্ষের আইনজীবী পল টেডলি দাবি করেন, অভিযোগকারী ওই রাতে মদ্যপ অবস্থায় ও নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিলেন।

গত ৫ নভেম্বর পুলিশ মোহাম্মদ মিয়াকে পলাতক অবস্থায় গ্রেফতার করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। তার গ্রামের বাড়ি সিলেটে। তিনি এক সময় স্থানীয় একটি ইন্ডিয়ান টেইকওয়েতে কাজ করতেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024