শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট চুক্তি নাকচ হয়ে যাওয়ার পর বিকল্প চুক্তি ‘প্ল্যান বি’ নিয়ে ছুটোছুটি করছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।
সোমবার পার্লামেন্টে এমপিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন থেরেসা। এই ভাষণে ব্রেক্সিট নিয়ে তাঁর পরবর্তী ভাবনাচিন্তা এবং পদক্ষেপ সম্পর্কে জানাবেন তিনি।
অচলাবস্থা নিরসনে আয়ারল্যান্ড সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিরও পরিকল্পনা করছেন থেরেসা। এদিকে আয়ারল্যান্ড সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘প্রস্তাবিত দ্বিপক্ষীয় চুক্তিটি সমর্থনযোগ্য নয় ও এরকম দ্বিপক্ষীয় চুক্তি ইইউর সঙ্গে সাংঘর্ষিক।’
এদিকে লেবার পার্টি ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সমঝোতা সংক্রান্ত আলোচনার সময়সীমা বাড়াতে আগ্রহী। এই সংক্রান্ত একটি বিল ব্রিটিশ পার্লামেন্টে আনতে চলেছে তারা। তবে থেরেসা সোজাসুজি বলে দিয়েছেন, নির্ধারিত সময়েই ইইউ থেকে বেরিয়ে আসবে ব্রিটেন। এমন অচলাবস্থার জের ধরে ব্রিটেন ২৯ মার্চ চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ করতে পারে এমন আশঙ্কা বাড়ছে।
এদিকে সময়সীমা বাড়ানো সম্ভব হলে আগাম সাধারণ নির্বাচন বা দ্বিতীয় গণভোটও আয়োজন হতে পারে। ইতোমধ্যেই ৭০ জনের বেশি লেবার এমপি, স্কটিশ ন্যাশনাল পার্টির ৩৫ ও লিবারেল ডেমোক্রেট পার্টির ১১ এমপি জেরেমি করবিনের কাছে দলের নীতিতে নতুন গণভোটের দাবি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন।
ব্রেক্সিট দ্বন্দ্বের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়া নিশ্চিত করতে ব্রিটেনের ব্রেক্সিটপন্থী নেতারা ‘ব্রেক্সিট পার্টি’ নামে নতুন একটি দল গঠন করেছেন। দলে যোগ দিয়েছেন ব্রেক্সিটপন্থী ও সাবেক ইউকিপ নেতা নাইজেল ফারাজ। মে’কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ব্রেক্সিট প্রক্রিয়ায় নির্ধারিত সময়ের চেয়ে একদিনও দেরি হলে বিচ্ছেদ নিশ্চিত করতে আবার হাল ধরবেন তিনি।
এই প্রেক্ষিতে ইইউ ব্রিটেনের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সংলাপের ইঙ্গিত দিয়েছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, ব্রিটেন যাতে চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ না করে, সেই লক্ষ্যে সবকিছু করা হবে। ইইউর প্রধান ব্রেক্সিট মধ্যস্থাতাকারী মিশেল বার্নিয়ে আরো বড় আকারের ব্রেক্সিট চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দেন। তবে অভ্যন্তরীণ ঝামেলাগুলো মোকাবেলা না করে ইইউ’র সঙ্গে ঐক্যমতে পৌঁছানো ব্রিটেনের জন্য কঠিন।