শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৫:৩০

প্রয়াত সাংবাদিক শাহাব উদ্দিন বেলালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রয়াত সাংবাদিক শাহাব উদ্দিন বেলালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শীর্ষবিন্দু নিউজ: বিলেতের সিনিয়র প্রয়াত সাংবাদিক ও সাবেক কাউন্সিলার শাহাব উদ্দিন বেলালের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারী শনিবার পূর্ব লন্ডনে সাপ্তাহিক পত্রিকা অফিসে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব উদ্দিন চৌধুরীর ও পরিচালনা করেন সাংবাদিক শাহ শামীম আহমদ।

আলোচনা সভায় ক্লাবের সদস্য ফয়সল মাহমুদের পরিচালনায় মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক হামিদ মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি।

এছাড়াও বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বেলাল আহমদ, সাপ্তাহিক সুরমা সম্পাদক আহমেদ ময়েজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আ স মিসবাহ।

একই সভায় উপস্থিত বক্তারা প্রয়াত শাহাব উদ্দিন বেলালকে একজন মনখোলা মানুষ আখ্যায়িত করে বলেন, বন্ধু ও সহকর্মী মহলে দলমত নির্বিশেষে সকলের সাথে ছিলো তাঁর প্রাণের সম্পর্ক। বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের সামনের কাতারের সৈনিক ছিলেন।

উপস্থিত বক্তারা সবাই প্রয়াত শাহাব উদ্দিন বেলালকে একজন সাদা মানুষ আখ্যায়িত করে বলেন, বন্ধু ও সহকর্মী মহলে দলমত নির্বিশেষে সকলের সাথে ছিলো তাঁর প্রাণের সম্পর্ক। বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের সামনের কাতারের সৈনিক ছিলেন শাহাব উদ্দিন বেলাল। বক্তারা তার দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং তার স্মৃতিকে ধরে রাখতে ক্লাব সদস্যদের প্রতি আহবান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ জুবায়ের, ট্রেজারার আ স মাসুম, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ সোবহান, সাপ্তাহিক বাংলাপোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী, সাংবাদিক মিসবাহ জামান, রহমত আলী, মতিউর রহমান চৌধুরী, আব্দুল কাইয়ুম, আব্দুল কাদির মুরাদ, জাকির হোসেন কয়েছ, আনোয়ার শাহজাহান, ইব্রাহিম খলিল, রেজাউল করিম মৃধা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সালেহ আহমদ, তৌহিদ আহমদ, তবারকুল ইসলাম পারভেজ, মাহবুবুর রহমান, আহাদ চৌধুরী বাবু, সাব্বির আহমদ, সুমন আহমদ, নাজমুল হোসেন, ড. আনিছুর রহমান, জুয়েল রাজ, হেফাজুল করিম রাকিব, জুবায়ের আহমদ, ফয়সল মাহমুদ, হাবিবুর রহমান প্রমুখ।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024